কুবি শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি ১৮ দিনে গড়াল


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৩:০৫ অপরাহ্ন, ৫ই জুন ২০২৪


কুবি শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি ১৮ দিনে গড়াল
ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন ও কোষাধ্যক্ষ ড. মো: আসাদুজ্জামান বিরুদ্ধে অছাত্র ও বহিরাগত কর্তৃক শিক্ষকদের উপর হামলার অভিযোগ এনে উভয়ের পদত্যাগ ও অপসারণের একদফা দাবিতে ১৮ তম দিনের মত অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি।


বুধবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেলা ১২টা থেকে ১ টা অবধি এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।


অবস্থান কর্মসূচির ব্যাপারে শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ড. মাহমুদুল হাছান বলেন, আমরা যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি তারই অংশ এ অবস্থান কর্মসূচি। আমরা চাই মাননীয় উপাচার্যের পদত্যাগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুস্থ স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দিবেন। উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত আমাদের এ আন্দোলন চলতে থাকবে।


তাছাড়া শিক্ষার্থীদের ব্যাপারে বলতে চাই, তাদের যে ক্ষতি হয়েছে আমরা সর্বাত্মক চেষ্টা করে ক্লাস পরিক্ষা দ্রুত চালু করে সে ক্ষতি পুষিয়ে দিব।


উল্লেখ্য, উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে গত ৬ মে থেকে অবস্থান কর্মসূচি পালন করে আসছে কুবি শিক্ষক সমিতি। 


এসডি/