দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন প্রতিমন্ত্রী


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৬ অপরাহ্ন, ৫ই জুন ২০২৪


দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন প্রতিমন্ত্রী
ছবি: প্রতিনিধি

উৎসব মুখর পরিবেশে চলছে পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ।


সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিলো খুবই কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে বাড়ে ভোটারের সংখ্যা।

এদিকে সকাল সাড়ে দশটার দিকে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে নিজ এলাকা ধুলাসার সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে লাইনে দাড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী মহিববুর রহমান এমপি। এর আগে বেশ কয়েকটি নির্বাচনে লাইনে দাঁড়িয়েই ভোট প্রদান করেন তিনি নিজেকে সাধারণ মানুষের সাথে মিশিয়েই ভোটের আনন্দ উপভোগ করতে চান । 


এখন পর্যন্ত কোথাও কোন বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। 

আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে ২৫ জন ম্যাজিস্ট্রেট ৪ টি র‌্যাবের টিম, ৭ প্লাটুন বিজিবি, ৮টি কোষ্টগার্ডের টিম ও নৌবাহিনীর সদস্য সহ প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্য এবং১০ জন আনসার সদস্য মোতায়েন রয়েছে।


নির্বাচনে কলাপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রাার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। আর রাঙ্গাবালী উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্ধীতা করছেন।

 

এসডি/