চতুর্থ ধাপের ভোট গ্রহণ শেষ, গণনা চলছে


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৫৩ অপরাহ্ন, ৫ই জুন ২০২৪


চতুর্থ ধাপের ভোট গ্রহণ শেষ, গণনা চলছে
ছবি: সংগৃহীত

দু-একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া সারাদেশে চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনা।


বুধবার (৫ জুন) বিকেল ৪টার দিকে ভোটগ্রহণ শেষ হয়। এদিন সকাল ৮টা থেকে দেশের ৬০ উপজেলার ৫ হাজার ১৪৪টি ভোটকেন্দ্রে চতুর্থ ধাপের ভোটগ্রহণ শুরু হয়। এরমধ্যে ৬টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হয়। চতুর্থ ধাপের চূড়ান্ত প্রার্থীদের ফলাফল ঘোষণার মাধ্যমে উপজেলা নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে।


আরও পড়ুন: চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭.৩১ শতাংশ: ইসি সচিব


নির্বাচনের প্রথম ৪ ঘণ্টায় প্রাথমিক তথ্য অনুযায়ী গড়ে ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব শফিউল আজিম। বুধবার দুপুর ১টার দিকে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।


আরও পড়ুন: ৬০ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে


চতুর্থ ধাপ বা শেষ ধাপে ৬০টি উপজেলায় একজন চেয়ারম্যান, তিনজন ভাইস চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫১, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জনসহ মোট ৭২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবমিলিয়ে এই ধাপে মোট ভোটার সংখ্যা ২ কোটি ১৭ লাখ ৩৪ হাজার ২৫৫ জন।


জেবি/এসবি