Logo

মোদিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

profile picture
জনবাণী ডেস্ক
৬ জুন, ২০২৪, ০৫:২৯
33Shares
মোদিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
ছবি: সংগৃহীত

আস্থা ও বিশ্বাসের প্রতীক, যা দেশের প্রতি আপনার নেতৃত্ব, প্রতিশ্রুতি এবং আত্মোৎসর্গকে মনে করিয়ে দেয়

বিজ্ঞাপন

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট জয়লাভ করায় নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৫ জুন) এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হিসেবে আপনি ভারতের জনগণের আশা-আকাঙ্ক্ষা বহন করেন। দৃঢ়প্রত্যয়ী এই বিজয় ভারতের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক, যা দেশের প্রতি আপনার নেতৃত্ব, প্রতিশ্রুতি এবং আত্মোৎসর্গকে মনে করিয়ে দেয়।”

বিজ্ঞাপন

বাংলাদেশকে ভারতের বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করে বঙ্গবন্ধুকন্যা বলেন, “এটা আমার দৃঢ় বিশ্বাস যে, আপনি যখন তৃতীয়বারের মতো সরকারপ্রধানের যাত্রা শুরু করবেন, তখন আমাদের বন্ধুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠ সম্পর্ক সব ক্ষেত্রেই অব্যাহত থাকবে।”

তিনি বলেন, “আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে, ভারতের বিশ্বস্ত বন্ধু হিসেবে বাংলাদেশ দুই দেশের জনগণের উন্নতির পাশাপাশি একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্য একসাথে কাজ করে যাবে।”

বিজ্ঞাপন

এছাড়া ভারতের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশ ভবিষ্যতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD