ছাত্র ইউনিয়নের ৪২ তম জাতীয় সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৯ অপরাহ্ন, ৮ই জুন ২০২৪

"আমদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে, নূতন সূর্যশিক্ষা জ্বলবেই" এ স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলেন পরবর্তী কাউন্সিল অধিবেশন শুক্রবার (৭ জুন) ও শনিবার (৮জুন) ২০২৪ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতভাবে মাহির শাহরিয়ার রেজাকে সভাপতি, বাহাউদ্দিন শুভকে সাধারণ সম্পাদক ও আলিফ মাহমুদকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। সারাদেশ থেকে আগত প্রায় ৩০০ প্রতিনিধির মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন: হজে গিয়ে প্রাণ গেল ১২ বাংলাদেশির
কমিটির পূর্ণাঙ্গ তালিকা:
সভাপতি: মাহির শাহরিয়ার রেজা, সহ-সভাপতি: প্রত্যয় নাফাক, সালমান রাহাত, হাসান ওয়ালী, মাসুম রানা জয়, রফিকুল ইসলাম, সাইফ রুদাদ, টিকলু কুমার দে, ওয়ারেছ সরকার।
সাধারণ সম্পাদক: বাহাউদ্দিন শুভ, সহকারী সাধারণ সম্পাদক: প্রিজম ফকির, জাহিদুল ইসলাম ইমন, কাওসার আহমেদ রিপন।
সাংগঠনিক সম্পাদক: আলিফ মাহমুদ, কোষাধ্যক্ষ: শরিফুল ইসলাম সৌরভ, দপ্তর সম্পাদক: মেরাজ খান আদর, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক: এনামুল হাসান অনয় ,স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক: রাকিবুল ইসলাম সুজন, বিজ্ঞান প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: শাহ সাকিব সোবহান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: জে. এইচ সজল, সাংস্কৃতিক সম্পাদক: শাওন কুমার রায়, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক: সাদিয়া ইমরোজ ইলা, ক্রীড়া সম্পাদক: শরিফুল ইসলাম সাবিত, সদস্য- দীপক শীল, মারিয়াম বিনতে হাসান ফারিন, সুদীপ্ত চাকমা, মুক্তাদিল জয় বাবু, তানিম মুনতাসির, নিউটন চাকমা, গোকুল সূত্রধর মানিক, তানভির মোকাম্মেল, নাহিদ হাসান প্রান্তিক, প্রশান্ত কৈরী, রাসেল আহমেদ, পরমা মোস্তফা, সাকিব শাকিল, আরিফুল ইসলাম, নাহিদ হাসান , সিয়াম আহমেদ , জান্নাতুল ফেরদৌস নির্জনা, এস এম সুইট।
আরও পড়ুন: এবারের ঈদে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা ৫ দিনের ছুটি
নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বিদায়ী কমিটির সভাপতি দীপক শীল। শপথ গ্রহণের পর নব নির্বাচিত কমিটি শহীদ মঈন হোসেন রাজুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করে। এর আগে গত ৬ জুন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারেজয় বাংলার পাদদেশে ৪২ তম জাতীয় সম্মেলনের উদ্ধোধন ঘোষণা করেন প্রখ্যাত শিশু সাহিত্যিক ও ছাত্র ইউনিয়নের দলীয় সংগীতের রচয়িতা আখতার হুসেন।
এমএল/