ব্যাংক লেনদেনের সময় বাড়লো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ৯ই জুন ২০২৪
ব্যাংক লেনদেনের সময় বৃদ্ধি করে নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার (৯ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে বলা হয়, আগামী ১৯ জুন থেকে ব্যাংকগুলোর লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
আরও পড়ুন: কমলো সোনার দাম
এছাড়া ব্যাংকগুলোর অফিস সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দীয় ব্যাংক।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ
এদিকে, বর্তমান সময়ে ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এবং ব্যাংকগুলোর অফিস চলে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। অর্থাৎ নতুন নিয়মে ব্যাংক লেনদেন আধা ঘণ্টা ও অফিস এক ঘণ্টা বেশি সময় চলবে।
জেবি/এসবি