Logo

তিন ধর্মের সমন্বয়ে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুন, ২০২৪, ০১:২৬
39Shares
তিন ধর্মের সমন্বয়ে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

দিনাজপুরের মহারাজ শ্রী সোমানন্দজী মহারাজ ও খৃষ্ট্রিয় ধর্মের প্রতিনিধি ফাদার বিদ্যাবম্মন।

বিজ্ঞাপন

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এপি’র আয়োজনে “পিসিভি-পিএলএস” প্রকল্পের আওতায় “ঝুঁকিপূর্ণ কাজ হতে শিশু শ্রম নিরসন, বাল্য বিবাহ বন্ধে শিশু সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতকরণে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা” শীর্ষক মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১১ জুন) মাতাসাগর লালুপাড়া পালকীয় প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন

দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে ইসলাম ধর্মের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, হিন্দু ধর্মীয় নেতা হিসেবে বক্তব্য রাখেন শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম দিনাজপুরের মহারাজ শ্রী সোমানন্দজী মহারাজ ও খৃষ্ট্রিয় ধর্মের প্রতিনিধি ফাদার বিদ্যাবম্মন।

বিজ্ঞাপন

মুক্ত আলোচনা করেন মাদ্রাসার শিক্ষক মো. নুরুজ্জামান ও বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় কুমার ব্যানার্জী ও মো. হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, সব ধর্মেই বলা হয়েছে শিশুদের প্রতি যত্ন নিতে। তাদের অধিকার বা সুরক্ষা দিতে হবে। তবে কোনভাবেই তাদের বাল্য বিবাহ দেওয়া যাবে না। আমরা বিশ্বাস করি ধর্মীয় দৃষ্টিভঙ্গীর মাধ্যমে সমাজ পরিবর্তন করা সম্ভব হবে। মনে রাখবেন শিশুদের সামনে কোন অন্যায় আচরণ করা যাবে না। প্রত্যেক ধর্মে বলা হয়ে শান্তি প্রতিষ্ঠার কথা ও অসাম্প্রদায়ীক মানসিকতা গড়ে তোলা। ধর্ম পালনের ক্ষেত্রে স্বচ্ছ মানসিকতা দরকার। নিজে একজন ভালো মানুষ হয়ে নিজ নিজ ধর্ম পালন করতে হবে।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টর গমেজ বলেন, ওয়ার্ল্ড ভিশন শিশু সুরক্ষা, বাল্য বিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধের জন্য “আমরা পারি” একটি ক্যাম্পেইন বাস্তবায়ন করছে। আমরা পারি মানে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতায় আমরা সুন্দর সমাজ গড়তে পারি। সেখানে শিশুসহ সকল ধর্মের মানুষের স্বপ্ন পূরণ হবে। 

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD