দিনাজপুরে শিশুর সুরক্ষায় বাজেট বরাদ্দ সম্পর্কিত সংলাপ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ২৪শে মে ২০২৩
দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এপি দিনাজপুর, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশনের আয়োজনে আউলিয়াপর শিশু ফোরামের সদস্যদের নিয়ে শিশু সুরক্ষার জন্য বাজেট সম্পর্কিত সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল।
বিষয়বস্তুর উপর আলোচনা করেন প্রোগ্রাম অফিসার ভিক্টোরিয়া বিশ্বাস, স্পন্সারশীপ অফিসার টনি ডি’কস্তা। সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আউলিয়াপুর শিশু ফোরামের সভাপতি আল-মমিন।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন শিশু ফোরামের সদস্য সুমাইয়া।
প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা কামল বলেন, শিশু ফোরাম শিশুদের সুরক্ষার জন্য ৪ লক্ষ ৮ হাজার টাকা বরাদ্দ চেয়েছে। আমি প্রতিবারের মতো এবারো আমার পরিষদের বাজেটে ১ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি। এছাড়াও দুঃস্থ শিশুদের পড়া শুনার ব্যাপারে আমি আর্থিক অনুদান প্রদান করে আসছি এবং তাদের খেলাধুলার জন্য খেলার সামগ্রী প্রদান করে আসছি। শিশু ফোরামের সদস্যদের জন্য ইউনিয়ন পরিষদের দ্বার উন্মুক্ত করে রেখেছি। যে কোনো সময় তারা এখানে আসতে পারবে এবং আমার সাথে যে কোন বিষয় আলোচনা করতে পারবে।
সংলাপ শেষে শিশু ফোরামের সদস্যরা পরিষদ চত্ত্বরে শিশু সমাবেশ করে। এ সময় পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন।
জেবি/ আরএইচ/