Logo

কুষ্টিয়ায় জামায়াতের প্রার্থী আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১৮ জানুয়ারি, ২০২৬, ১৬:১৬
কুষ্টিয়ায় জামায়াতের প্রার্থী আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
ছবি প্রতিনিধি।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার পুরোনো একটি বক্তব্যের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ভাইরাল হওয়ায় কুষ্টিয়ায় মুফতি আমির হামজার বিরুদ্ধে বিক্ষুব্ধ মহিলারা ঝাড়ু মিছিল বের করে।

বিজ্ঞাপন

ওই বক্তব্যে তিনি এক ওয়াজ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃতি করে অবমাননাকর মন্তব্য করেছেন। এরই প্রতিবাদে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল করেছেন বটতৈল ও কবুরহাট এলাকার স্থানীয় নারীরা।

রবিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় এই ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মিছিল থেকে জামায়াত ইসলাম ও ইসলামিক বক্তা মুফতি আমীর হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর জেলার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবং নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে মুফতি আমির হামজা বলেছেন, তার ওই বক্তব্য ২০২৩ সালের। তখনো তিনি ক্ষমা চেয়েছিলেন, তারপর নতুন করে ওই পুরাতন বক্তব্য কেবা কাহারা পুনরায় সোশ্যাল মিডিয়ায় প্রচার কড়াই আমি আবারো ক্ষমা চেয়েছি।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD