ভেড়ামারায় আইনশৃঙ্খলা ও গণভোট নিয়ে পুলিশ সুপারের মতবিনিময় সভা

কুষ্টিয়ার ভেড়ামারায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারা থানার উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।
বিজ্ঞাপন
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন। সভায় অংশগ্রহণকারীরা নির্বাচন ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন তার বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, অস্ত্র ও চোরাকারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। তিনি জানান, গত ৫ আগস্ট কুষ্টিয়া থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি অংশ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।
বিজ্ঞাপন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সকলের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল গফুরসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থীরা।
বিজ্ঞাপন
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেন, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভেড়ামারা থানার সেকেন্ড অফিসার এসআই মাইদুল।








