Logo

কিশোরগঞ্জ-৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন শাহীন রেজা চৌধুরী

profile picture
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
১০ জানুয়ারি, ২০২৬, ১৯:০৬
কিশোরগঞ্জ-৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন শাহীন রেজা চৌধুরী
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মোঃ শাহীন রেজা চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) তাঁর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করে। ফলে তাঁর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথে আর কোনো বাধা রইল না।

এর আগে রোববার (৪ জানুয়ারি) কিশোরগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ওইদিন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের মোট ৯ প্রার্থীর মধ্যে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

এ আসনে অন্য মনোনয়নপত্র বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বিএনপি প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. ফজলুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট মো. রোকন রেজা শেখ, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী এডভোকেট বিল্লাল আহমেদ মজুমদার, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. জয়নাল আবদিন এবং ইনসানিয়াত বিপ্লব প্রার্থী নুরুল ইসলাম।

জানা গেছে, অধ্যাপক ডাক্তার শাহীন রেজা চৌধুরী চক্ষু সেবা দিয়ে ফিরিয়ে দিচ্ছেন অসহায় দৃষ্টিহীনের দৃষ্টি। অন্ধত্ব থেকে রক্ষা পাচ্ছে প্রান্তিক এলাকার অতি দরিদ্র মানুষজন। বিনামূল্যে ছানি অপারেশনসহ চক্ষু চিকিৎসার নানা রকমের সহযোগিতা দিয়ে মানবিক ডাক্তারে পরিণত হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

তিনি প্রতিষ্ঠা করেছেন দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা, কলাবাগান, ভুতের গলি, ৪ সার্কুলার রোড, ঢাকা, ডাস চক্ষু হাসপাতাল, মোহাম্মদপুর, চাঁদ উদ্যান ঢাকা। এছাড়া ঢাকায় প্রতি শুক্রবার কলাবাগানে আনোয়ার হোসেন ফ্রি ফাইডে চক্ষু সেবায় বিনা মূল্যে সপ্তাহে একদিন সেবা দিয়ে যাচ্ছেন। দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ মো শাহীন রেজা চৌধুরী।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD