Logo

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ জনের মরদেহ উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
ঢাকা
১৮ জানুয়ারি, ২০২৬, ১৬:৫৩
সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ জনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

সাভারে একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে পোড়া অবস্থায় দুইটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহ দুটির একটি নারীর এবং অন্যটি ছেলে শিশুর হতে পারে। ঘটনাটি এলাকায় নতুন করে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এর আগে গত বছরের বিভিন্ন সময় একই স্থান থেকে ৩টি মরদেহ উদ্ধার করা হয়েছিল।

বিজ্ঞাপন

রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লার পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’-এর ভেতরে মরদেহ দুটির সন্ধান পায় পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রস্রাবের উদ্দেশ্যে কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করলে পোড়া মরদেহ দুটি দেখতে পান। পরে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ দুটি পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

গত বছরের ২৯ আগস্ট দিবাগত রাতে সাভারের একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে ওই নিহত যুবকের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। এরপর গত বছরের ১১ অক্টোবর রাতে আবারও সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ১৯ ডিসেম্বর দুপুরে কমিউনিটি সেন্টারটির দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা-পুলিশ। এই তিনটি খুনের ঘটনায় কোনো নিহতরই পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD