Logo

মৌলভীবাজার হকার সমিতির মানববন্ধন ও স্বারকরিপি প্রদান

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
১৮ জানুয়ারি, ২০২৬, ১৭:৩৪
মৌলভীবাজার হকার সমিতির মানববন্ধন ও স্বারকরিপি প্রদান
ছবি প্রতিনিধি।

সড়ক ও জনপথ বিভাগের ভূমি ইজারা দিয়ে হকার উচ্ছেদের প্রতিবাদে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সরকার বাজার হকার সমিতি। রোববার এই কর্মসূচি পালন করে সমিতির নেতৃবৃন্দ। এ সময় জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।

বিজ্ঞাপন

রবিবার (১৮ জানুয়ারী) এই কর্মসুচী পালন করে সরকার বাজার হকার সমিতি।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মোজেফরাবাদ মৌজার সরকার বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের অধীন ভূমিতে পুরুষানুক্রমে ক্ষুদ্র ব্যবসায়ী ও শতাধিক হকার দীর্ঘদিন ধরে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু এলাকার লন্ডনপ্রবাসী সুলেমান মিয়া, যিনি ‘সোনাওর ম্যানশন–১’-এর মালিক, তিনি স্থানীয়দের সম্পূর্ণ জ্ঞাতসারে ব্যক্তিস্বার্থে কৌশলে লিজ সংক্রান্ত আইনানুগ শর্তে মিথ্যা তথ্য উপস্থাপন করে ওই ভূমি ইজারা নেন বলে অভিযোগ করেন হকাররা।

বিজ্ঞাপন

অভিযোগে আরও বলা হয়, যে ভূমিতে দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ব্যবসায়ী ও হকাররা ব্যবসা পরিচালনা করছেন, সেই জায়গা থেকে তাদের উচ্ছেদের চেষ্টা চলছে। এতে শতশত ব্যবসায়ী ও হকার মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। এর প্রতিবাদে হকার সমিতির ব্যানারে শতাধিক ব্যবসায়ী মানববন্ধনে অংশ নেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সরকার বাজার হকার সমিতির সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক কয়ছর মিয়া, সদস্য সমছুম মিয়া, ঝন্টু ঘোষ, মাসুক মিয়া, শামীম আহমদ, মো. আব্দুর রউফ তালুকদার, ইসলাম মিয়া, বেলাল মিয়া, ওয়াহিদ মিয়া, মিন্টু মিয়াসহ আরও অনেকে।

বক্তারা বলেন, লন্ডনপ্রবাসী আওয়ামী লীগের দোসর সুলেমান মিয়ার সরকার বাজারে ‘সোনাওর ম্যানশন–১’ নামে একটি বহুতল ভবন রয়েছে। ওই ভবনে প্রবেশের জন্য তিন দিকেই রাস্তার সুবিধা থাকা সত্ত্বেও প্রবেশপথের অজুহাতে সড়ক ও জনপথ বিভাগের ভূমি লিজ নিয়ে মূলত ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের উচ্ছেদের পাঁয়তারা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, “আমরা এখান থেকে উচ্ছেদ হলে শত শত পরিবার না খেয়ে মরবে। আমাদের সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে, পরিবার নিয়ে রাস্তায় নামতে হবে। তাই আমরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”

হকার সমিতি দ্রুত বিষয়টি তদন্ত করে উচ্ছেদ কার্যক্রম বন্ধ করার দাবি জানায়।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD