Logo

ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সীমিত করলো কেন্দ্রীয় ব্যাংক

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুন, ২০২৪, ০৪:১৩
42Shares
ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সীমিত করলো কেন্দ্রীয় ব্যাংক
ছবি: সংগৃহীত

স্টাডি ট্যুরে অংশগ্রহণের জন্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণের বহিঃবাংলাদেশ ভ্রমণ বন্ধ থাকবে

বিজ্ঞাপন

ব্যাংক-কোম্পানির কর্মকর্তা-কর্মচারীগণের বিদেশ ভ্রমণ সীমিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

মঙ্গলবার (১১ জুন) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

বিজ্ঞাপন

সার্কুলারে বলা হয়েছে, “ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণের ব্যক্তিগত বহিঃবাংলাদেশ ভ্রমণসহ প্রশিক্ষণ/সভা/সেমিনার/ওয়ার্কশপ/স্টাডি ট্যুরে অংশগ্রহণের জন্য বহিঃবাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইতিপূর্বে বহিঃবাংলাদেশ ভ্রমণে আরোপিত নিষেধাজ্ঞা কতিপয় ক্ষেত্রে শিথিল করা হয়। এখন এ মর্মে নির্দেশনা প্রদান করা যাচ্ছে যে, ব্যাংক-কোম্পানির অর্থায়নে প্রশিক্ষণ/সেমিনার/ওয়ার্কশপ/স্টাডি ট্যুরে অংশগ্রহণের জন্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণের বহিঃবাংলাদেশ ভ্রমণ বন্ধ থাকবে। 

বিজ্ঞাপন

তবে, ব্যাংকের বিদেশে ভ্রমণ সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী স্বীয় ব্যাংকের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কর্মকর্তা-কর্মচারীগণ নিম্নোক্ত ক্ষেত্রে বহিঃবাংলাদেশ ভ্রমণ করতে পারবেন-

বিজ্ঞাপন

(ক) নিজস্ব অর্থায়নে বিশেষ প্রয়োজনে ব্যক্তিগত উদ্দেশ্যে, পবিত্র হজ পালন ও বিশেষজ্ঞ চিকিৎসকের সুপারিশ থাকা সাপেক্ষে জরুরি চিকিৎসা গ্রহণ;

বিজ্ঞাপন

(খ) ব্যাংকে কর্মরত বিদেশী নাগরিকের নিজ দেশে গমন;

(গ) বিদেশী ব্যাংকের বাংলাদেশ শাখায় কর্মরত কর্মকর্তাদের প্রধান কার্যালয়ে গমন;

বিজ্ঞাপন

(ঘ) বিদেশ প্রতিসংগী ব্যাংকের সঙ্গে ব্যবসায়িক সভায় অংশগ্রহণসহ দাপ্তরিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এরূপ সভায় অংশগ্রহণ; এবং

বিজ্ঞাপন

(ঙ) বিদেশী আয়োজক সংস্থার সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত প্রশিক্ষণ/সেমিনার/ওয়ার্কশপ/স্টাডি ট্যুরে অংশগ্রহণ। এতদ্ব্যতীত, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার বহিঃবাংলাদেশ ভ্রমণ বিষয়ে প্রযোজ্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD