বাংলাদেশিদের জন্য ফের দুয়ার খুলছে ৩ দেশে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১১ অপরাহ্ন, ১১ই জুন ২০২৪

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য আবারও দুবাই, ওমান ও কাতারের শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে।
মঙ্গলবার (১১ জুন) মন্ত্রণালয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “ওমান ৯৬ হাজার অবৈধ কর্মীকে বৈধতা দেবে। আর ৩ হাজার কর্মী নেবে দুবাই।”
আরও পড়ুন: আনার হত্যা: জেলা আওয়ামী লীগ নেতা মিন্টু আটক
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, “দুবাই ও কাতারে আবারও শ্রমবাজার নিয়মিত হতে যাচ্ছে। দুবাই থেকে ইতোমধ্যে ৩ হাজার কর্মীর চাহিদা এসেছে। কাতারের শ্রমবাজারও শিগগিরই খুলে দেওয়া হবে।”
আরও পড়ুন: নেপাল থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ কিনবে সরকার
ওমানের শ্রমবাজার প্রসঙ্গে তিনি বলেন, ওমানে ৯৬ হাজার বাংলাদেশি কর্মী অবৈধভাবে বসবাস করছেন। তাদের বৈধ করার আশ্বাস দিয়েছে ওমান সরকার। সেটা আমাদের বড় অর্জন। সেটার জন্য একটা ফি নেওয়া হয়। সেটা যাতে মওকুফ করা হয় তার জন্য আমরা আবেদন জানিয়েছি।
জেবি/এসবি