নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশীদ মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৪

না ফেরার দেশে পাড়ি জমালেন নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশীদ।
শুক্রবার (১৪ জুন) ভোরে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন তার বয়স হয়েছিলো ৭০ বছর।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বাংলাদেশ ব্যুরোপ্রধান জুলহাস আলম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন জুমার নামাজের পর মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে আব্দুর রশীদের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আর্মি কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: স্টার্টআপদের কল্যানে আইসিটি বিভাগের আইডিয়া সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত
পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত দুই মাস ধরে তিনি অসুস্থ অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। এর আগে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও গিয়েছিলেন। সেখান থেকে দেশে ফেরার পর সাবেক এ সেনা কর্মকর্তার স্বাস্থ্যের অবনতি ঘটলে সিএমএইচে ভর্তি করা হয়।
আরও পড়ুন: কৃষি যত এগিয়ে যাবে, আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আরও বৃদ্ধি পাবে: খাদ্যমন্ত্রী
উল্লেখ্য, আব্দুর রশীদ দেশের টেলিভিশন চ্যানেলগুলোর অত্যন্ত পরিচিত মুখ। পাশাপাশি বিভিন্ন সংবাদপত্রে তিনি নিয়মিত কলাম লিখতেন।
জেবি/এসবি