Logo

ঈদে সৌদি থেকে ফেরা হলো না ৩ যুবকের

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুন, ২০২৪, ০২:২৭
63Shares
ঈদে সৌদি থেকে ফেরা হলো না ৩ যুবকের
ছবি: সংগৃহীত

এর আগে, বৃহস্পতিবার (১৩ জুন) সৌদি আরবের আল আলিফ শহরে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি যুবক প্রাণহানি হয়েছে। 

শুক্রবার (১৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা নাজনীন তিশা। এর আগে, বৃহস্পতিবার (১৩ জুন) সৌদি আরবের আল আলিফ শহরে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত ব্যক্তিরা- চাঁদপুরের হাইমচর উপজেলার ইসমাইল হোসেনের ছেলে সাব্বির, দেলোয়ার হোসেনের ছেলে রিফাত ও ফরিদগঞ্জ উপজেলার জামাল ফকিরের ছেলে সবুজ।

বিজ্ঞাপন

নিহতের স্বজনেরা জানিয়েছেন, কাজ শেষে একটি প্রাইভেটকারে বাসায় ফিরছিল ৩জন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা আরেকটি প্রাইভেটকার তাদের গাড়িকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ঘটনাস্থলেই ৩ মারা যায়। এবার ঈদে সবার দেশে ফেরার কথা ছিল। কিন্তু সেই স্বপ্ন শেষ হয়ে গেল। এ সময় মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা।

বিজ্ঞাপন

জেবি/এবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD