ট্রেনে আগুন লেগেছে শুনে ঝাঁপ, উল্টো দিক থেকে আসা মালগাড়ি পিষে দিল যাত্রীদের
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৪
ট্রেনে আগুন লেগেছে খবর রটতেই প্রাণ বাঁচাতে ট্রেন থেকে ঝাঁপ দিলেন একাধিক যাত্রী। উল্টো দিক থেকে আসা মালগাড়িতে কাটা পড়লেন ৩ যাত্রী।
আহত হয়েছেন অন্তত ৪জন। মৃতদের মধ্যে ২ জন যুবক ও ১ জন মহিলা রয়েছেন। তবে এখনো পরিচয় পাওয়া যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
শুক্রবার (১৪ জুন) রাত ৮টার সাসারাম-রাঁচী ইন্টারসিটি এক্সপ্রেস গন্তব্যের দিকে যাচ্ছিল। আচমকা গুজব রটে যায়, ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। মুহূর্তে ট্রেনে হুড়োহুড়ি পড়ে যায়। প্রাণ বাঁচতে কয়েকজন যাত্রী চলন্ত ট্রেন থেকে বাইরে ঝাঁপ দেন।
ওই সময়ে উল্টো দিক থেকে একটি মালগাড়ি আসছিল। এখন পর্যন্ত ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত বেশ কয়েকজন।
ভারতের ঝাড়খন্ডের কুমান্দি স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। রেল কর্তৃপক্ষ সাংবাদিকদের জানিয়েছে, ওই ট্রেনে কোনও আগুন লাগেনি। কি ভাবে এবং কোথা থেকে ট্রেনে আগুন লাগার গুজব রটল। তার তদন্ত শুরু হয়েছে।
এসডি/