Logo

ডেসকোর সাব স্টেশনে আগুন, আহত ২

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জুন, ২০২৪, ০৩:০৪
64Shares
ডেসকোর সাব স্টেশনে আগুন, আহত ২
ছবি: সংগৃহীত

সাব-স্টেশন কক্ষে আগুন লেগে দুজন আহত হয়েছেন

বিজ্ঞাপন

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) সাব-স্টেশন কক্ষে আগুন লেগে দুজন আহত হয়েছেন।

শনিবার (১৫ জুন) দুপুরে ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেটের সাব-স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পরে আহত সহকারী ইলেকট্রিশিয়ান ইসমাইল ও লাইনম্যান আশিককে প্রথমে ক্যান্টনমেন্টে সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

স্যাটেলাইট ফায়ার সার্ভিসের প্রধানমন্ত্রীর কার্যালয়ের টিম লিডার তথ্যটি নিশ্চিত করে বলেন, দুপুর সোয়া ৩টার দিকে জাহাঙ্গীর গেট সাব-স্টেশনে আরএমইউ (সুইচ বোর্ড) আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে আমাদের একটি ইউনিট ও বিমানবাহিনীর একটি ইউনিট ৩টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

ডেসকোর সহকারী ইলেকট্রিশিয়ান রতন বলেন, এই সাব-স্টেশনের আরএমইউ বোর্ডের মেরামতের কাজ করছিলাম। এ সময় বিদ্যুৎ লাইন বন্ধ ছিল। পরে কাজ শেষে বিদুৎ সংযোগ দেওয়ার পর শর্ট সার্কিট হয়ে বোর্ডে আগুন ধরে যায়। এতে আমাদের দুই সহকর্মী অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD