কমলাপুরে ট্রেনে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪২ অপরাহ্ন, ২২শে জুন ২০২৪

কমলাপুর রেলস্টেশনে একটি ট্রেনের পাওয়ারকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।
শনিবার (২২ জুন) বিকেল ৩টার দিকে চট্টলা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
জানা যায়, চট্টলা এক্সপ্রেস ট্রেনটির স্পার্কলিং থেকে পাওয়ারকারে (বিদ্যুৎ উৎপাদন রুম) আগুন লাগে। এর অল্প অল্প সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কমলাপুর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: জীবিকার তাগিদে ঢাকায় ফিরছে কর্মজীবি মানুষ
অপরদিকে, ঈদের ছুটি শেষে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে, ফলে কমলাপুর স্টেশনে ছিল প্রচণ্ড ভিড়। আর এ আগুনে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছিল। তবে তারা পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

জামায়াতের সমাবেশে যোগ দিতে ঢাকামুখী নেতাকর্মীরা

রাত ১১টা পর্যন্ত হাতিরঝিলে নিয়ন্ত্রণে থাকবে যান চলাচল

মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে

লাইট ইঞ্জিনিয়ারিং খাতেই ভবিষ্যৎ, রপ্তানি বৈচিত্র্য ও অর্থনৈতিক রূপান্তরের নতুন দিগন্ত: সাকিফ শামীম
