রবিবার থেকে ফের চলবে মৈত্রী এক্সপ্রেস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৯ অপরাহ্ন, ২২শে জুন ২০২৪

বাংলাদেশ থেকে ভারতের মধ্যে চলাচলকারী ট্রেনটি রবিবার (২৩ জুন) থেকে পুনরায় চলাচল শুরু হবে।
এর আগে ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা এবং শিডিউল বিপর্যয় নিরসনে মৈত্রী এক্সপ্রেসসহ আন্তঃদেশীয় ৩টি ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ রেলওয়ে। গত ১৪ জুন থেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলচল বন্ধ ছিল।
আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা চালুর ঘোষণা দিলেন মোদী
রেলওয়ের সিদ্ধান্ত অনুসারে, আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেনগুলোর মধ্যে ১৪ জুন থেকে ২২ জুন পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস চলাচল বন্ধ ছিল। আর ১২ জুন থেকে ২০ জুন পর্যন্ত মিতালী এক্সপ্রেস এবং ১৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত বন্ধন এক্সপ্রেসের চলাচল বন্ধ ছিল। ট্রেন দুইটি গত ২১ জুন থেকে চলাচল শুরু হয়।
ঈদযাত্রা কাটিয়ে রবিবার থেকে পুনরায় মৈত্রী এক্সপ্রেস চলাচল শুরু হলে ফের বাংলাদেশ ভারতের মধ্যে পুরোদমে চালু হবে রেল যোগাযোগ।
আরও পড়ুন: ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: প্রধানমন্ত্রী
উল্লেখ্য, মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে কলকাতা, মিতালী এক্সপ্রেস শিলিগুড়ি থেকে ঢাকা এবং বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে বাংলাদেশের খুলনা শহরের মধ্যে যাতায়াত করে।
জেবি/এসবি