৫ কোটির টাকার স্বর্ণসহ গ্রেফতার কাতার এয়ারওয়েজের ক্রু রিমান্ডে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ৬ কেজি সোনাসহ গ্রেফতার কাতার এয়ারওয়েজের ক্রু তাজুল ইসলামের দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২৫ মার্চ) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত এই রিমান্ডের আদেশ দেন।
এদিন বিমানবন্দর থানা পুলিশ তাজুল ইসলামকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। আসামির পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধীতা করা হয়।
বৃহস্পতিবার তাজুল ইসলামকে স্বর্ণসহ গ্রেফতার করে ঢাকা কাস্টমসের প্রিভেনটিভ টিম।
জানা গেছে, কাতার এয়ারওয়েজের স্টাফ তাজুল ইসলামকে নজরদারিতে রাখা হচ্ছিলো। এরপর বহির্গমন এলাকা থেকে তার গতিবিধি সন্দেহজনক হলে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কাস্টমস হলে আনা হয়। এরপর তার কাছে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় সাড়ে ৬ কেজি সোনার বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৫ কোটি টাকা।
ওআ/