থানচিতে ফের পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৯:০৫ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৪
বান্দরবানের থানচি উপজেলায় ফের পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) এক মতবিনিয়য় সভায় এ সিদ্ধান্ত ঘোষণা করেন উপজেলা প্রশাসন মোহাম্মদ মামুন। মতবিনিময় সভায় বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ট্যুরিস্ট স্পট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, এবারের ঈদুল আযহা উপলক্ষ্যে থানচি উপজেলার দর্শনীয় কয়েকটি পর্যটন স্পট খুলে দিলেও আগত পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে ফেরও উপজেলার পর্যটন স্পটগুলো বন্ধের সিদ্ধান্ত নিল উপজেলা প্রশাসন।
আরও পড়ুন: বান্দরবানের থানচি থেকে উঠল ভ্রমণ নিষেধাজ্ঞা
প্রসঙ্গত, বান্দরবানের নতুন সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তৎপরতার কারণে গত ২০২২ সালে অক্টোবর থেকে রুমা, থানচি ও রোয়াংছড়িতে দফায় দফায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
আরও পড়ুন: বান্দরবানের সেনাবাহিনীর অভিযানে কেএনএফ সন্ত্রাসীর মৃত্যু
২০২৩ সালের শেষের দিকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। কিন্তু কেএনএফ ২ ও ৩ এপ্রিল থানচি ও রুমায় ব্যাংক ডাকাতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র লুট করে। এ ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেএনএফের বিরুদ্ধে সমন্বিত অভিযান পরিচালনা করছে।
জেবি/এসবি