লিটারে ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৪


লিটারে ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম
ফাইল ছবি

আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে ভোক্তা পর্যায়ে কমানো হয়েছে ডিজেল ও কেরোসিনের দাম। লিটারে ১ টাকা কমিয়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৬ দশমিক ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পেট্রোল ও অকটেনের দাম আগের মতোই রয়েছে।


রবিবার (৩০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যা ১ জুলাই (সোমবার) থেকে কার্যকর হবে।


আরও পড়ুন: এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার


প্রজ্ঞাপনে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২৯ ফেব্রুয়ারি প্রকাশিত জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার আলোকে গত বছরের ২ অক্টোবর ঘোষিত ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য কাঠামো সমন্বয় করা হলো।


আরও পড়ুন: আইএমএফের ঋণের তৃতীয় কিস্তিতে রিজার্ভ বেড়ে ২৬.৫ বিলিয়ন ডলার


গাইডলাইন অনুসারে এখন থেকে প্রতি মাসে জ্বালানি তেলের আমদানি/ক্রয়মূল্যের আলোকে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করা হবে।


এর আগে জুন মাসে ডিজেলে দাম ১০৭ টাকা,পেট্রোলের দাম ১২৭ টাকা ও অকটেনের দাম ১৩১ টাকা নির্ধারণ করা হয়। এই দফায় পেট্রোল ও অকটেনের দাম আগের মতোই রয়েছে।


জেবি/এসবি