কড়াইল বস্তিতে আবারও আগুন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৪


কড়াইল বস্তিতে আবারও আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর কড়াইল বস্তিতে আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে। 


মঙ্গলবার (২ জুলাই) রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার জনবাণীকে নিশ্চিত করেছেন।


মো. শাহজাহান শিকদার জানান, কড়াইল বস্তিতে আনুমানিক দুপুর ১২টা ৫৩ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। 


তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।


এরআগে গত ২৪ মার্চ কড়াইল আগুন লাগে, প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 


বাংলাদেশের বৃহত্তম বস্তি এটা যেখানে ৯০ একর জমির উপর প্রায় ৮০ হাজার লোকের বসতি। আশির দশকে গুলশান-বনানীতে জনবসতির বিস্তার শুরু হলে তখন প্রথমে এসব এলাকায় বাসাবাড়ির ড্রাইভার ও কাজের লোকদের আবাসস্থল হিসেবে গড়ে ওঠে।


জেবি/আজুবা