Logo

এক মাসে মোবাইল গ্রাহক বেড়েছে ১৩.৬ লাখ

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুলাই, ২০২৪, ২২:২২
এক মাসে মোবাইল গ্রাহক বেড়েছে ১৩.৬ লাখ
ছবি: সংগৃহীত

এপ্রিলে গ্রাহক ছিল ১৯.৩৭ কোটি। দেশের ৪ মোবাইল ফোন অপারেটরেরই গ্রাহক বেড়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছ, মে মাসে দেশের ৪ মোবাইল নেটওয়ার্ক অপারেটর ১৩.৬ লাখ নতুন গ্রাহক পেয়েছে। অপরদিকে,  ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ২৬.৯ লাখ।

এছাড়াক একই মাসে মোট মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা বেড়ে ১৯.৫১ কোটি হয়েছে। এর আগে এপ্রিলে গ্রাহক ছিল ১৯.৩৭ কোটি। দেশের ৪ মোবাইল ফোন অপারেটরেরই গ্রাহক বেড়েছে।

বিজ্ঞাপন

বৃদ্ধি পাওয়া গ্রাহকদের মধ্যে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৮.৪০ কোটি থেকে বেড়ে ৮.৪৯ কোটিতে উন্নীত হয়েছে। আর রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটকের গ্রাহক সংখ্যা ২০ হাজার বেড়ে মোট গ্রাহক ৬৫.৭ লাখে পৌঁছেছে।

বিজ্ঞাপন

এদিকে, রবি আজিয়াটার গ্রাহক ৫.৮৫ কোটি থেকে বেড়ে ৫.৮৯ কোটি হয়েছে এবং বাংলালিংকের গ্রাহক সংখ্যা আগের মাসে অনেকটা বেড়ে ৪.৪৭ কোটিতে উন্নীত হয়েছে।

বিজ্ঞাপন

বিপুলসংখ্যক মানুষ একাধিক মোবাইলে সিম ব্যবহার করার ফলে মোট গ্রাহকসংখ্যা দেশের জনসংখ্যাকে ছাড়িয়ে গেছে।

বিজ্ঞাপন

তবে বাংলাদেশ মোবাইল টেলিকম অপারেটর অ্যাসোসিয়েশন বলছে, “৪০ শতাংশের বেশি মানুষ মোবাইল নেটওয়ার্ক সংযোগের বাইরে রয়ে গেছে।”

বিজ্ঞাপন

ইন্টারনেট ব্যবহারকারীর পরিপ্রেক্ষিতে, মে মাসে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ১২.৭৮ কোটি হয়েছে, যা এপ্রিলে ১২.৫২ কোটি ছিল।

বিজ্ঞাপন

এছাড়া স্থায়ী ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১.৩৪ কোটিই রয়েছে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD