Logo

অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণার পর ফাঁকা হচ্ছে ইবি

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জুলাই, ২০২৪, ২৩:৩৯
103Shares
অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণার পর ফাঁকা হচ্ছে ইবি
ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখতে ইউজিসির নির্দেশের পর এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলো ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বন্ধ ঘোষণার পরপরই ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন আবাসিক হলের অবস্থানরত শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বুধবার (১৭ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক ছাত্রদের আজ দুপুর ১টা এবং ছাত্রীদের আগামীকাল সকাল ১০ টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইউজিসির পত্রের প্রতি দৃষ্টি আকর্ষণ করে দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে উদ্ভূত অনভিপ্রেত পরিস্থিতি পর্যালোচনান্তে আজ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৬৪ তম (জরুরী) সিন্ডিকেট সভায় অনুষ্ঠিত সবার সম্মতিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD