অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণার পর ফাঁকা হচ্ছে ইবি


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৪


অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণার পর ফাঁকা হচ্ছে ইবি
ছবি: প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখতে ইউজিসির নির্দেশের পর এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলো ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বন্ধ ঘোষণার পরপরই ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন আবাসিক হলের অবস্থানরত শিক্ষার্থীরা।


আরও পড়ুন: সিটি কর্পোরেশন এলাকাভুক্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা


বুধবার (১৭ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক ছাত্রদের আজ দুপুর ১টা এবং ছাত্রীদের আগামীকাল সকাল ১০ টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করলে সরকার কঠোর হবেই: ওবায়দুল কাদের


তিনি বলেন, ইউজিসির পত্রের প্রতি দৃষ্টি আকর্ষণ করে দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে উদ্ভূত অনভিপ্রেত পরিস্থিতি পর্যালোচনান্তে আজ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৬৪ তম (জরুরী) সিন্ডিকেট সভায় অনুষ্ঠিত সবার সম্মতিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। 


জেবি/এসবি