ধাওয়া খেয়ে লেকে ঝাঁপ, দুই শিক্ষার্থী নিখোঁজ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৫৮ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৪


ধাওয়া খেয়ে লেকে ঝাঁপ, দুই শিক্ষার্থী নিখোঁজ
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় মাদারীপুরে পুলিশ সুপারের বাসভবনের সামনে পুলিশ ও ছাত্রলীগের ধাওয়ায় আতঙ্কে দুই শিক্ষার্থী শকুনি লেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন। 


বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ৫ শিক্ষার্থীকে আটক করেছে।


আরও পড়ুন: শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, উত্তপ্ত বাড্ডা


নিখোঁজদের উদ্ধারে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি দল অভিযানে নেমেছে। নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক (ইন্সপেক্টর) শেখ আহাদুজ্জামান।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে মাদারীপুর পুলিশ সুপারের বাসভবনের সামনে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের হামলা ও ধাওয়ায় আতঙ্কে দুই শিক্ষার্থীসহ বেশ কয়েকজন পুলিশ সুপারের বাসভবনের কাছেই শকুনি লেকে ঝাঁপ দেয়। এ সময় তারা কিছুক্ষণ সাঁতরিয়ে লেকের দক্ষিণ প্রান্তের দিকে এগিয়ে যাওয়ার পরে ক্লান্ত হয়ে দুই শিক্ষার্থী লেকে ডুবে যায়। পরে স্থানীয়দের কাছে এই খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল শকুনি লেকে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। তবে এই বিষয়ে এখনও পুলিশের কোনও মন্তব্য পাওয়া যায়নি। নিখোঁজ দুজনের পরিচয় এখনও কেউ নিশ্চিত করতে পারেনি। একই সময়ে আন্দোলনকারী ৫ শিক্ষার্থীকে পুলিশ আটক করেছে।


আরও পড়ুন: যাত্রাবাড়ীতে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, ২ পথচারী গুলিবিদ্ধ


মাদারীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান বলেন, ‘শকুনি লেকে নিখোঁজের খবর পেয়ে ৪ জন ডুবুরি এ মুহূর্তে তৎপরতা চালাচ্ছেন। উদ্ধারকাজ সম্পন্ন হলে জানানো হবে।’


জেবি/এজে