‘আজকের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট পাবেন বেশিরভাগ গ্রাহক’


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৪


‘আজকের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট পাবেন বেশিরভাগ গ্রাহক’
ফাইল ছবি

আইএসপিএবি সভাপতি মো. ইমদাদুল হক জানিয়েছেন, দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের ৪০ শতাংশ পুনরায় ঠিক করা হয়েছে এবং বেশিরভাগ গ্রাহক আজকের মধ্যে সংযোগ পাবেন। 


বুধবার (২৪ জুলাই) দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এ কথা বলেন। 


আরও পড়ুন: দেশজুড়ে সহিংসতায় নিহত বেড়ে ১৯৭


তিনি বলেন, “আমরা সব লাইন চালু করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আশা করি বেশিরভাগে গ্রাহক আজকের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট পেয়ে যাবেন।'”


আরও পড়ুন: মোবাইল ইন্টারনেট ও ফেসবুক চালু নিয়ে যা জানালো বিটিআরসি


এর আগে গত বুধবার (১৭ জুলাই) রাত থেকে মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় সরকার। পরদিন বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত ৯টা নাগাদ বন্ধ করে দেওয়া হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও। ফলে, পুরো দেশ সব ধরনের ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।


মঙ্গলবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে 'অগ্রাধিকারভিত্তিতে বাছাইকৃত এলাকায়' ইন্টারনেট সংযোগ চালু হয়।


জেবি/এসবি