মোবাইল ইন্টারনেট চালু করে ডাটা ফ্রি দিবে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৫ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৪
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক মোবাইল ইন্টারনেট ফ্রি দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর আগে সারাদেশে আজ (রবিবার) বিকেল ৩টা থেকে মোবাইলে ফোরজি ইন্টারনেট সেবা চালুর কথা জানান তিনি।
রবিবার (২৮ জুলাই) সকাল ১১টায় বিটিআরসির ভবনে এক প্রেস বিফ্রিংয়ে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি।
আরও পড়ুন: বিকেল ৩টা থেকে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট
পলক বলেন, ফোরজি ইন্টারনেট সেবা চালুর পর আগামী তিন দিনের জন্য সব ব্যবহারকারীকে ৫ জিবি ইন্টারনেট বিনামূল্যে দেওয়া হবে।
জেবি/এজে