Logo

ডিবি পরিচয়ে জাবির এক সমন্বয়ককে তুলে নেওয়ার অভিযোগ

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জুলাই, ২০২৪, ০১:২৪
89Shares
ডিবি পরিচয়ে জাবির এক সমন্বয়ককে তুলে নেওয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত

দিবাগত রাত ৩টা ৫০মিনিটের দিকে তার ভাড়া বাসা থেকে তুলে নেওয়া হয়েছে

বিজ্ঞাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। 

শনিবার (২৭ জুলাই) দিবাগত রাত ৩টা ৫০মিনিটের দিকে তার ভাড়া বাসা থেকে তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আরিফের ছোটবোন উম্মে খায়ের ঈদি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ৩টা ৫০মিনিটের দিকে ১১২/ক, এই নেম-প্লেটের একটি গাড়িতে করে আরিফ সোহেলকে তুলে নিতে দেখেছি।

আরিফ সোহেল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪৭তম ব্যাচ) শিক্ষার্থী। তিনি পরিবারের সাথে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আমবাগান এলাকায় ভাড়া থাকতেন।

বিজ্ঞাপন

উম্মে খায়ের ঈদি বলেন, ‘ভোর রাতে সিভিল পোশাকে ৮ থেকে ১০ জন মানুষ আমাদের বাসার নিচে এসে ডাকাডাকি শুরু করে। তখন আমার বাবা তাদের পরিচয় জানতে চান। পরে তারা পরিচয়পত্র দেখিয়ে ডিবি পরিচয় দেন। এরপর আমরা দরজা খুলতে না চাইলে তারা দরজা ভেঙে ফেলার হুমকি দিতে থাকেন। পরে দরজা খুলে দিলে তারা ভেতরে এসে সবার ফোন নিয়ে নেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘তারা আরিফ ভাইয়ের কম্পিউটার চালু করে কিছু ছবি নেন। পরে আশুলিয়া থানায় নিয়ে যাওয়ার কথা বলে আরিফ ভাই ও আমার বড়ভাইকে একটা গাড়িতে তুলে নিয়ে যান। তবে আমার বড়ভাইয়ের সাথে কথা বলে তাকে সাভারের গেন্ডা এলাকায় ছেড়ে দেন।’

বিজ্ঞাপন

এদিকে রাতে তুলে নেওয়ার পর থেকে এখনও আরিফ সোহেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ‘আমরা জাবি শিক্ষার্থীকে তুলে নেওয়ার বিষয়ে কিছুই জানি না। তবে আশুলিয়া থানায় এমন কাউকে নিয়ে আসা হয়নি।’

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD