বেশি দরে ডলার কেনার নির্দেশ ব্যাংকগুলোকে


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:১৩ পূর্বাহ্ন, ২৯শে জুলাই ২০২৪


বেশি দরে ডলার কেনার নির্দেশ ব্যাংকগুলোকে
ফাইল ছবি

দেশে লম্বা সময় ধরে ডলার সংকট চলছে। এমন পরিস্থিতির মধ্যে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সংঘর্ষে হতাহতের ঘটনার প্রতিবাদে প্রবাসীদের একটি অংশ ‘বৈধ পথে রেমিট্যান্স না পাঠানো’র বিষয়ে ক্যাম্পেইন করছেন। এ ক্যাম্পেইনের চাপ সামাল দিতে কয়েকটি ব্যাংককে মৌখিকভাবে বেশি দামে ডলার কেনার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।


নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ ব্যাংক আজ কয়েকটি ব্যাংককে মৌখিকভাবে বেশি দরে রেমিট্যান্সের ডলার কেনার নির্দেশ দিয়েছে।’


আরও পড়ুন: নতুন সূচিতে চলবে ব্যাংকের লেনদেন


সূত্রমতে, বেশি রেমিট্যান্স আহরণ করে এমন ১২টির মতো বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘ক্রলিং পেগ’ চালুর পর ব্যাংকগুলোতে ডলার রেট সর্বোচ্চ ১১৮ টাকা হলেও রবিবার কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশের পর বেশ কয়েকটি ব্যাংক রেমিট্যান্স কেনার রেট ১১৮ টাকা ৫০ পয়সা থেকে ১১৮ টাকা ৭০ পয়সা অফার করছে।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের ১৯ থেকে ২৪ জুলাই চার দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। এর আগে ১৮ জুলাই পর্যন্ত এসেছিল ১৪২ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ চলতি মাসের প্রথম ১৮ দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছে ৭ কোটি ৯০ লাখ ডলার। যেখানে এর আগের মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫৪ কোটি ডলার; যা প্রতিদিনের গড় হিসাবে দাঁড়ায় ৮ কোটি ৪৬ লাখ ডলার।


জেবি/এজে