প্রশ্নফাঁসে জড়িতদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৪
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁসের অভিযোগে সাময়িক বহিষ্কারকৃত পাঁচজনসহ জড়িতদের অবৈধ সম্পদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ নিয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।
আরও পড়ুন: আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
দুদকের একজন উপ-পরিচালকের নেতৃত্বে পাঁচ সদস্যের টিম এ অনুসন্ধান শুরু করেছে। গত ২৫ জুলাই কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। সোমবার (২৯ জুলাই) দুপুরে দুদকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জেবি/এজে