মানবাধিকার সমুন্নত রেখে দায়িত্ব পালনের আহ্বান র্যাব ডিজির
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
মানবাধিকার সমুন্নত রেখে আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
মঙ্গলবার (২৯ মার্চ) র্যাবের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
র্যাব সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ব্যক্তিস্বার্থ, লোভ ও প্রতিহিংসার ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে। আমার বিশ্বাস, করোনাকালীন র্যাব কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ অন্যদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।’
র্যাব ডিজি বলেন, ‘ভিকটিমদের উদ্ধারে মানুষের শেষ ভরসাস্থল হলো র্যাব। র্যাব প্রথমে অল্প সংখ্যক ব্যাটালিয়ন নিয়ে শুরু করলেও পরিস্থিতির দাবি মোতাবেক সর্বশেষ কক্সবাজার ব্যাটালিয়ন প্রতিষ্ঠা হওয়ায় মোট ১৫টি ব্যাটালিয়ন নিয়ে সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠায় র্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সব ধরনের সন্ত্রাস মোকাবিলায় সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সফল অভিযান পরিচালনা করে র্যাব আজ একটি সুংগঠিত ও গতিশীল বাহিনী হিসেবে সর্বজন স্বীকৃত।’
তিনি বলেন, ‘র্যাবে কর্মরত সব সদস্যদের আন্তরিক নিষ্ঠা, মেধা ও পরিশ্রমের ফলে অতি অল্প সময়ের মধ্যে র্যাব ফোর্সেস সাফল্যের শিখরে পৌঁছাতে সক্ষম হয়েছে। আমরা জঙ্গি প্রতিরোধে সক্ষম হয়েছি, মাদক রোধেও সক্ষম হবো।’
তিনি আরও বলেন, ‘করোনাকালিন র্যাব সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করেছে। এই যুদ্ধে র্যাবের সাত সদস্য আত্মত্যাগ করেন। যারা আইনশৃঙ্খলা সুরক্ষা ও দেশ প্রেমের সুমহান আদর্শে বলীয়ান হয়ে নিজের জীবন বিসর্জন দিয়ে সর্বোচ্চ ত্যাগের এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন।’
ওআ/