রাজধানীতে ডাকাত পড়লে বিজিবির যে নম্বরে ফোন করবেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৫ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি কার্যত ভেঙে পড়েছে। পুলিশশূন্য রাজধানীতে চলছে চুরি-ছিনতাইয়ের ঘটনা। বিশেষ করে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ। এ অবস্থায় রাজধানীতে ডাকাতি খবর পেলে বিজিবিকে ফোন করার জন্য নগরবাসীকে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, “রাজধানী ঢাকায় ডাকাতি অথবা জননিরাপত্তা হানিকর কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির সহায়তার জন্য যোগাযোগ করুন: ০১৭৬৯-৬০০৫৫৫ এবং ০১৮৮৯-৬০০৫৫৫ নম্বরে।”
আরও পড়ুন: নতুন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান
এর আগে, গতকাল বুধবার (৭ আগস্ট) রাতে বিজিবির সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সাম্প্রতিক সময়ে দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয় পরবর্তী পরিস্থিতিতে কতিপয় দুর্নীতিবাজ ও দুস্কৃতিকারী ব্যক্তিবর্গ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এমতাবস্থায় কেউ যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।”
আরও পড়ুন: কাশিমপুর কারাগারের জেল সুপারকে প্রত্যাহার
বিপদে পড়লে নৌবাহিনীর সহায়তা পেতে যোগাযোগ করবেন যেসব নম্বরে
এ ছাড়া সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়া রোধে +৮৮০১৭৬৯-৬০০৬৮২ এবং +৮৮০১৭৬৯-৬২০৯৫৪ নম্বরে ফোন করে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তার জন্য অনুরোধ করা হয়েছে।
জেবি/এসবি