নোবিপ্রবিতে নিষিদ্ধ হলো ছাত্র রাজনীতি


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৮:০৭ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৪


নোবিপ্রবিতে নিষিদ্ধ হলো ছাত্র রাজনীতি
ছবি: প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।


শুক্রবার (১০ আগস্ট) এক জরুরি ভারচুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. জসীম উদ্দিন পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানান, পদত্যাগপত্র গ্রহণ করে বিষয়টি উপাচার্যকে জানানো হয়েছে।


আরও পড়ুন: আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচ দেবে ঢাকা কলেজ প্রশাসন


এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আনিসুজ্জামানসহ প্রশাসনের ৯ কর্মকর্তা পদত্যাগ করেছেন। অন্য কর্মকর্তারা হলেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক বিপ্লব মল্লিক, ভাষাশহীদ আবদুস সালাম হলের প্রাধ্যক্ষ কাউসার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের প্রাধ্যক্ষ রুহুল আমিন, হজরত বিবি খাদিজা হলের প্রাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অবন্তী বড়ুয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ মুহাম্মদ মহিনুজ্জামান, আইকিউএসির পরিচালক অধ্যাপক ফিরোজ আহমেদ ও অতিরিক্ত পরিচালক মোহাইমেনুল ইসলাম।


উল্লেখ্য, বুধবার (৭ আগষ্ট) উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, প্রক্টরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তা এবং প্রাধ্যক্ষদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগসহ চার দফা দাবির বিবৃতি দেন। অপরদিকে, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ছাত্র ও শিক্ষক রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়।


এমএল/