শেখ হাসিনার বিচারের দাবিতে ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

কলেজের মূল ফটকে বিক্ষোভ মিছিল কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
আল জুবায়ের: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, ছাত্রলীগসহ স্বৈরাচারের দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। অতিদ্রুত স্বৈরাচারের সহযোগীদের সরকারের কাছে বিচারের দাবি জানান তারা।
বিজ্ঞাপন
বুধবার (১৪ আগষ্ট) দুপুর ১২টায় ঢাকা কলেজের মূল ফটকে বিক্ষোভ মিছিল কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি কলেজের মূল ফটক থেকে শুরু হয়ে নীলক্ষেত মোড় ঘুরে ঢাকা কলেজ ক্যাম্পাসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা” ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই: খুনি হাসিনার ফাঁসি চায়” দিল্লী না ঢাকা? ঢাকা, ঢাকা “ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান” “২০২৪ শেখ হাসিনা No more” বিভিন্ন স্লোগান দিতে থাকে।
বিজ্ঞাপন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখা অন্যতম সম্বন্বয়ক নাজমুল হাসান বলেন, গত ১৭ বছরে স্বৈরাচারের দোসর, সহযোগীরা দেশের মানুষের উপর হামলা, মামলা, নির্যাতন, জুলুম করেছে আমরা দাবি জানায় তাদের গ্রেফতার করতে হবে। যতদিন পর্যন্ত বাংলাদেশ নিরাপদ না হবে ততদিন পর্যন্ত ঢাকা কলেজসহ সারা দেশের ছাত্রসমাজ রাজপথে থাকবে। সজাগ থাকবে।
বিজ্ঞাপন
এসডি/
বিজ্ঞাপন