Logo

অর্থ পাচারকারীরা পৃথিবীর কোনো দেশে শান্তিতে ঘুমাতে পারবে না: গভর্নর

profile picture
জনবাণী ডেস্ক
১৫ আগস্ট, ২০২৪, ০১:০১
65Shares
অর্থ পাচারকারীরা পৃথিবীর কোনো দেশে শান্তিতে ঘুমাতে পারবে না: গভর্নর
ছবি: সংগৃহীত

নতুন গভর্নর হিসেবে কেন্দ্রী ব্যাংকে যোগদান করার পর প্রেস কনফারেন্সে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, “পাচার করা টাকা দেশে ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। টাকা ফেরত আসলে তো ভালো, না আসলেও টাকা পাচারকারীরা শান্তিতে ঘুমাতে পারবে না।”

বুধবার (১৪ আগস্ট) নতুন গভর্নর হিসেবে কেন্দ্রী ব্যাংকে যোগদান করার পর প্রেস কনফারেন্সে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

কেন্দ্রী ব্যাংকের গভর্নর  বলেন, “আন্তর্জাতিক পরিস্থিতি ফলো করে যারা দেশ থেকে টাকা নিয়ে গেছে, তাদের স্বস্তিতে থাকতে দেওয়া হবে না। দেশীয় আইনের পাশাপাশি আন্তর্জাতিক আইনেও তাদের নাজেহাল করা হবে।”

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের মূল দায়িত্ব মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ উল্লেখ করে ড. আহসান এইচ মনসুর বলেন, “আর্থিক খাত বিপর্যস্ত অবস্থায় আছে। কিছু ব্যাংকে সরকারিভাবে সিদ্ধান্ত নিতে হবে। এর জন্য আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানো হবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “দেশের ব্যাংকিং খাতের অনেক ক্ষতি হয়েছে, ব্যাংকগুলোতে পুনরায় কর্মপরিবেশ তৈরি করতে হবে এবং ঢেলে সাজাতে হবে। ব্যাংকিং খাতের এ দুর্বলতার জন্য বাংলাদেশ ব্যাংকও দায়ী। সমস্যা ড্রয়ারের মধ্যে তালা দিয়ে রাখলে হবে না, তার জন্য প্রয়োজন সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া।”

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD