বিমসটেক নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বিমসটেক নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কোভিড-১৯-এর পরের চ্যালেঞ্জ এবং পশ্চিমের রাজনৈতিক সংকটের প্রভাব মোকাবিলা করে নিজেদের পারস্পরিক সুবিধার জন্য বিমসটেক নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩০ মার্চ) পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন।

প্রধানমন্ত্রী এ সময় বলেন, করোনার ক্ষতি এখনও কাটিয়ে ওঠেনি বিশ্ব অর্থনীতি। এর মধ্যেই শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ফলে বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানি সংকটের মতো সমস্যা তৈরি হয়েছে। এসবের প্রভাব মোকাবিলায় বিমসটেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে শুল্কমুক্ত বাণিজ্য পরিচালনায়, আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করার তাগিদও দেন শেখ হাসিনা।

এর আগে সোমবার কলম্বোতে ২২তম বিমসটেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভা হয়। সভায় ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

ওআ/