দেশের সকল আদালতের জন্য জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২২ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৪
দেশের সকল আদালত প্রাঙ্গণে পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহার না করাসহ ৩ দফা নির্দেশনা জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
সোমবার (১২ আগস্ট) অধস্তন সব আদালতের উদ্দেশে আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আশফাকুর রহমান স্বাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়েছে।
যেসবন নির্দেশনা দেওয়া হয়েছে-
আরও পড়ুন: সালমান এফ রহমান ও আনিসুল হক ১০ দিনের রিমান্ডে
১. পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঝুঁকিপূর্ণ ও আইনগতভাবে নিষিদ্ধ বিধায় অধস্তন আদালত প্রাঙ্গণে পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহার করা যাবে না।
২. জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সুবিধাজনক স্থানে মাতৃদুগ্ধ কেন্দ্র স্থাপন এবং প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যমান মাতৃদুগ্ধ কেন্দ্রগুলো ব্যবহার উপযোগী করা।
আরও পড়ুন: যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে ও নির্দেশদাতা সবাই অপরাধী: হাইকোর্ট
৩. জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সুবিধাজনক স্থানে মহিলা ও পুরুষ বিচারপ্রার্থীদের জন্য পৃথক শৌচাগার স্থাপন এবং প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যমান শৌচাগারগুলো ব্যবহার উপযোগী করা।
নির্দেশনা বাস্তবায়নে ১০ কার্যদিবস সময় বেঁধে দিয়েছে আইন মন্ত্রণালয়।
জেবি/এসবি