ছাত্র আন্দোলনে হতাহতদের চিকিৎসা ব্যয় বহন কররে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতার বিনামূল্যে সুচিকিৎসাসহ যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করবে সরকার।
শনিবার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসা বিল গ্রহণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং প্রয়োজনে এসব বেসরকারি হাসপাতালে চিকিংসাধীন ছাত্র-জনতার সব বিল সরকার বহন করবে।”
আরও পড়ুন: গ্লোবাল সাউথ সামিটে যোগ দিলেন ড. ইউনূস
এতে আরও বলা হয়েছে, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ব্যাপারে অনুসন্ধান করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে। উক্ত কমিটির সদস্যরা তাদের কর্মপন্থা নির্ধারণ করতে আগামী রোববার বৈঠকে মিলিত হবেন।”
আরও পড়ুন: ছাত্র আন্দোলনে এক হাজার মানুষ প্রাণ হারিয়েছে
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গেল ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে যান। ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারে কাজ করছেন ২১ জন উপদেষ্টা।
জেবি/এসবি