১৭ দিনে রেমিট্যান্স এলো ১১৩ কোটি ৪২ লাখ মার্কিন ডলার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৪


১৭ দিনে রেমিট্যান্স এলো ১১৩ কোটি ৪২ লাখ মার্কিন ডলার
ফাইল ছবি

ছাত্র-জনতা আন্দোলনের মুখে  শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে গত ৫ আগস্ট পালিয়ে ভারত যাওয়ার পর থেকেই  প্রবাসী আয়ের ধারা বাড়তে থাকে। চলতি মাসের ১৭ দিনে ১১৩ কোটি ৪২ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে।


আরও পড়ুন: ডিবির হারুন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ


সোমবার (১৯ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক প্রবাসী আয়ের এ তথ্য প্রকাশ করে। দেখা যায়, আগস্টের ১৭ দিনে দেশে প্রবাসী আয় আসে ১১৩ কোটি ৪২ লাখ ২০ হাজার মার্কিন ডলার। মাসের প্রথম তিনদিনে দৈনিক ৩ কোটি ১৮ লাখ ৮৩ হাজার ৩৩৩ মার্কিন ডলার এসেছে।


আরও পড়ুন: আমির হোসেন আমুর ব্যাংক হিসাব জব্দ


কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ৪ থেকে ১০ আগস্ট দৈনিক এসেছে ৫ কোটি ৫৩ লাখ ২ হাজার ৮৫৭ ডলার; তৃতীয় সপ্তাহে ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসেছে ৯ কোটি ৩০ লাখ ৬৪ হাজার ২৮৬ ডলার।


এ কয়দিনে ১৭ দিনে প্রবাসীদের পাঠানো আয় জুলাই মাসের চেয়ে বেশি। এমনকি গত ২০২৩ সালের আগস্ট মাস থেকেও বেশি।


জেবি/এসবি