১৭ দিনে রেমিট্যান্স এলো ১১৩ কোটি ৪২ লাখ মার্কিন ডলার

মাসের প্রথম তিনদিনে দৈনিক ৩ কোটি ১৮ লাখ ৮৩ হাজার ৩৩৩ মার্কিন ডলার এসেছে।
বিজ্ঞাপন
ছাত্র-জনতা আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে গত ৫ আগস্ট পালিয়ে ভারত যাওয়ার পর থেকেই প্রবাসী আয়ের ধারা বাড়তে থাকে। চলতি মাসের ১৭ দিনে ১১৩ কোটি ৪২ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে।
বিজ্ঞাপন
সোমবার (১৯ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক প্রবাসী আয়ের এ তথ্য প্রকাশ করে। দেখা যায়, আগস্টের ১৭ দিনে দেশে প্রবাসী আয় আসে ১১৩ কোটি ৪২ লাখ ২০ হাজার মার্কিন ডলার। মাসের প্রথম তিনদিনে দৈনিক ৩ কোটি ১৮ লাখ ৮৩ হাজার ৩৩৩ মার্কিন ডলার এসেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: আমির হোসেন আমুর ব্যাংক হিসাব জব্দ
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ৪ থেকে ১০ আগস্ট দৈনিক এসেছে ৫ কোটি ৫৩ লাখ ২ হাজার ৮৫৭ ডলার; তৃতীয় সপ্তাহে ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসেছে ৯ কোটি ৩০ লাখ ৬৪ হাজার ২৮৬ ডলার।
বিজ্ঞাপন
এ কয়দিনে ১৭ দিনে প্রবাসীদের পাঠানো আয় জুলাই মাসের চেয়ে বেশি। এমনকি গত ২০২৩ সালের আগস্ট মাস থেকেও বেশি।
বিজ্ঞাপন
জেবি/এসবি