Logo

এস আলমের ৬ ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ যে নির্দেশনা

profile picture
জনবাণী ডেস্ক
২০ আগস্ট, ২০২৪, ০৫:৪২
425Shares
এস আলমের ৬ ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ যে নির্দেশনা
ছবি: সংগৃহীত

এর আগেও বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে একই সীমা বেঁধে দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

বিতর্কিত এস আলম গ্রুপের মালিকানায় থাকা ৬ ব্যাংকের ঋণ বিতরণে সীমা আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এসব ব্যাংককে ৫ কোটি টাকার বেশি ঋণ দিতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। যেসব প্রতিষ্ঠানের কাছে মেয়াদোত্তীর্ণ ও সীমাতিরিক্ত ঋণ আছে, তা নগদ আদায় ছাড়া নবায়ন করা যাবে না।

সোমবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত জানিয়ে ব্যাংক ৬টিকে চিঠি দিয়েছে।

বিজ্ঞাপন

ব্যাংক ছয়টি হলো- ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক,  সোশ্যাল ইসলামী ব্যাংক,  গ্লোবাল ইসলামী ব্যাংক ও কমার্স ব্যাংক।

বিজ্ঞাপন

এর আগেও বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে একই সীমা বেঁধে দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

বুধবার (১৪ আগস্ট) গভর্নর হিসেবে যোগ দেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। এরপরই নতুন এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞাপন

ব্যাংকগুলোর কাছে পাঠানো চিঠিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, “ব্যাংকের সার্বিক আর্থিক অবস্থার অবনমন রোধ ও আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।”

বিজ্ঞাপন

এতে বলাও হয়েছে, “ব্যাংকের আর্থিক অবস্থা উন্নতি ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যাংক কোম্পানি আইনে অর্পিত ক্ষমতাবলে এই নির্দেশ দেওয়া হলো।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD