রাষ্ট্র সংস্কার করতে এই সরকারের যত সময় লাগে দিতে হবে: মান্না


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৫০ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৪


রাষ্ট্র সংস্কার করতে এই সরকারের যত সময় লাগে দিতে হবে: মান্না
ছবি: সংগৃহীত

\]রাষ্ট্র সংস্কার করতে এই সরকারের যত সময় লাগে দিতে হবে বলে উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, “আমরা ক্ষমতার পাগল হইনি। এই সরকারের ওপর আস্থা রাখতে চাই। রক্তের দাগ যেহেতু এখনো শুকায়নি, তাই ভোট এখুনি নয়। রাষ্ট্র সংস্কার করতে এই সরকারের যত সময় লাগে দিতে হবে। অন্যান্য দলগুলোকেও সেই মানসিকতা রাখার আহ্বান জানাচ্ছি।”


সোমবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টারে কর্মী সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।


আরও পড়ুন: ছাত্র-জনতার বিজয় নস্যাৎ করতে ষড়যন্ত্র করছে কিছু ব্যক্তি: মির্জা ফখরুল


মান্না বলেন, “বাংলাদেশের নতুন ইতিহাস রচনার প্রতীক আবু সাঈদ। পুলিশের গুলিতে নির্ভয়ে বুক পেতে দিয়ে আবু সাঈদের মৃত্যু পরবর্তীতে বাংলার লাখো ছাত্র-জনতাকে উদ্বুদ্ধ করেছে সরকার পতনের যুদ্ধে জীবন দিতে। ফলশ্রুতিতে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ।”


আরও পড়ুন: চিকিৎসার জন্য আমেরিকা যাচ্ছেন খালেদা জিয়া


নাগরিক ঐক্যের রংপুর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আজাদ এর সভাপতিত্বে আলোচনার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত আবু সাঈদের রুহের মাগফেরাত কামনা করেন মাহমুদুর রহমান মান্না।


জেবি/এসবি