নদীবন্দরে সতর্কতা, ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৪


নদীবন্দরে সতর্কতা, ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের ১০ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


বৃহস্পতিবার (২১ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানান।


আরও পড়ুন: দুপুরের মধ্যে যেসব এলাকায় ঝড়ের শঙ্কা


আবহাওয়া অফিস জানায়, রাত ১টার মধ্যে ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


এমএল/