খাগড়াছড়ির বন্যা দূর্গতদের পাশে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৪


খাগড়াছড়ির বন্যা দূর্গতদের পাশে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড
ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ির বন্যা দূর্গত অসহায় দুঃস্থদের ত্রাণ সহায়তা দিয়ে পাশে দাঁড়ালো মানবাধিকার সংগঠন  “কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড” (সম্মিলিত মানবাধিকার বিশ্ব) এর খাগড়াছড়ি জেলা শাখা। 


আরও পড়ুন: খাগড়াছড়িতে বানভাসীদের মাঝে ছুটে যান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা


শনিবার সকাল ১০ টায় নারানখায়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শতাধিক বন্যার্তদের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেয়াঁজ, লবনসমেত জনপ্রতি ১টি করে প্যাকেট তুলে দেওয়া হয়। এসময় সংগঠনের সভাপতি অংচিংনু মারমা বলেন, “আমাদের সংগঠনটি নতুন, মানবতার কল্যাণে নিয়োজিত সংগঠনটির লক্ষ্যই হচ্ছে মানবসেবা। আত্মমানবতার কল্যাণেই প্রত্যেকেই নিয়োজিত রাখা উচিত।”


আরও পড়ুন: খাগড়াছড়ির গুইমারায় মৌসুমহীন শিম চাষে সফলতায় কৃষকের মুখে হাসি


ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক চাইথোয়াই অং মারমা, সহ সভাপতি সুবোধ কুমার চাকমা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্যামল মিত্র চাকমা, সাংগঠনিক সম্পাদক ঊর্মি চাকমা, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক প্রিয়াঙ্কা দে প্রমুখ।


এসডি/