ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক যুবকের একটি পা বিচ্ছিন্ন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৫


ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক যুবকের একটি পা বিচ্ছিন্ন
ফাইল ছবি।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক যুবকের একটি পা বিচ্ছিন্ন হয়েছে।


রবিবার (১৩ জুলাই) বেলা ১২ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানান, নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাশরুরুল হক।


আহত মোহাম্মদ হোসেন (৩৩) উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকার বাঁচা মিয়ার ছেলে।


আরও পড়ুন: বান্দরবানে সেনাবাহিনীর অভিযান, কেএনএ কমান্ডারসহ নিহত ২


বিজিবি সহ স্থানীয়দের বরাতে মাশরুরুল হক বলেন, সকালে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে নিকুছড়ি এলাকার বনে মোহাম্মদ হোসেন সহ আরও ২/৩ জন বাঁশ কাটতে যান। এক পর্যায়ে তারা ওই এলাকার ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি মিয়ানমার অভ্যন্তরে ঢুকে পড়েন। এসময় আকস্মিক বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোহাম্মদ হোসেনের বাম পায়ের গোড়ালি হাঁটু পর্যন্ত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। 


ওসি বলেন, ঘটনাস্থলে সঙ্গে থাকা উপস্থিত লোকজন মোহাম্মদ হোসনকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে আসে। এসময় অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।



এসডি/