বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে: প্রধানমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি চালু ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সে অবস্থা থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ মার্চ) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনে আধুনিক ও নান্দনিক ১২তলা ‘বিজয়-৭১ ভবন’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশে গরীব অসহায় মানুষের জন্য জাতীয় আইনগত সহায়তা প্রদান, নারী নির্যাতন প্রতিরোধে নারী শিশু ট্রাইব্যুনাল গঠন, সুপ্রিমকোর্টে বিচারক নিয়োগ, ভবন নির্মাণসহ অবকাঠোমো উন্নয়নের ব্যবস্থা নিয়েছি।’

শেখ হাসিনা বলেন, ‘করোনাকালীন সময়ে বিচারব্যবস্থা ভার্চুয়ালি চালু রেখে মানুষকে আইনি সহায়তা প্রদানের ব্যবস্থা করেছি। এতে ঘরে বসে মানুস সেবা পেয়েছে।’

তিনি বলেন, ‘বিচারহীনতার একটি সংস্কৃতি দেশে চালু করা হয়েছিল। সে অবস্থার একমাত্র পরিবর্তন করতে পেরেছি যখন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে এসেছি তখন। সেখানে অনেক বাধা অনেক কিছুই আমাদের মোকাবিলা করতে হয়েছে। কিন্তু আমি ধন্যবাদ জানাই বিচারকের সাহসী পদক্ষেপের জন্য।’

সরকারপ্রধান বলেন, ‘নিম্নআদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বিচারহীনতা থেকে বাংলাদেশকে মুক্ত করতে পেয়েছি।’

পুরোনো দিনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে খন্দকার মোস্তাক বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা বসে। তার ধারাবাহিকতায় জিয়াউর রহমান ক্ষমতা বসে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বাঁচানোর জন্য তাদের দেশে ও বিদেশে বিভিন্নভাবে প্রতিষ্ঠা করে। খুনিদের জন্য বিচার করা না যায়, সেজন্য জিয়াউর রহমান সে ব্যবস্থা করে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সভাপতিত্ব করেন আইনমন্ত্রী আনিসুল হক। শুভেচ্ছা বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এছাড়া স্বাগত বক্তৃতা করেন আইন সচিব মো. গোলাম সারওয়ার।

এসময় সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

ওআ/