এস আলম গ্রুপের সম্পদ না কেনার আহ্বান গভর্নরের

আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাবো, আপনারা কেউ এস আলম গ্রুপের সম্পদ কিনবেন না।
বিজ্ঞাপন
নামে-বেনামে থাকা বিভিন্ন জমি-সম্পদ বিক্রির চেষ্টা করছে এস আলম গ্রুপ। রাষ্ট্রীয় স্বার্থে এ মুহূর্তে এস আলম গ্রুপের কোনো সম্পদ না কেনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
তিনি বলেন, “আমরা এ সম্পদকে আমানতকারীদের সুরক্ষায় ব্যবহার করতে চাই। এ বিষয়ে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বিজ্ঞাপন
বুধবার (২৮ আগস্ট) বাংলাদেশের ব্যাংকে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব কথা বলেন তিনি। এসময় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
অভিযোগ রয়েছে, এস আলম গ্রুপ পাওয়ার অব এটর্নি দিয়ে অন্যদের মাধ্যমে জমি বিক্রি করছেন। এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে গভর্নর বলেন, “আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাবো, আপনারা কেউ এস আলম গ্রুপের সম্পদ কিনবেন না। আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসব সম্পদ বিক্রি করে আমানতকারীদের সুরক্ষায় ব্যয় করতে চাই। এ বিষয়টি আমরা সরকারকে জানাবো।”
বিজ্ঞাপন
জেবি/এসবি