নৌ উপদেষ্টার বিআইডব্লিউটিএ পরিদর্শন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৪


নৌ উপদেষ্টার বিআইডব্লিউটিএ পরিদর্শন
ছবি: জনবাণী

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রি. জে. (অব ) ড. এম. সাখাওয়াত হোসেন  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পরিদর্শন করেন। 


রবিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে অবস্থিত সংস্থাটির সদর দপ্তরে পরিদর্শন করেন তিনি।


নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রি. জে. (অব ) ড. এম. সাখাওয়াত হোসেন বিআইডব্লিউটিএ'র কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ সততা, দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে নৌ সেক্টর তথা দেশ পূনর্গঠন সচেষ্ঠ থাকার নির্দেশনা প্রদান করেন।


আরও পড়ুন: ‘কমপ্লিট শাটডাউন’ তুল নিতে চিকিৎসকদের অনুরোধ স্বাস্থ্য উপদেষ্টার


সোমবার (২৭ আগস্ট) তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানসমূহের মধ্যে বিআইডব্লিউটিএ প্রথম সরেজমিনে পরিদর্শন করেন।


আরও পড়ুন: ঢামেকে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠকে সমন্বয়করা


বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কর্তৃপেক্ষের কার্যাবলী, বাস্তবায়নাধীন প্রকল্পসহ কর্তৃপক্ষের সংক্ষিপ্ত পরিচিত উপস্থাপন করেন।


এ সময় বিআইডব্লিউটিএ ভবনের কনফারেন্স রুমে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামালসহ সংস্থার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন, সদস্যদ্বয়, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ উপস্থিতি ছিলেন।


জেবি/এসবি